← Back to Home
yunus-fantastic-force

ইউনূস'স ফ্যান্টাস্টিক ফোর্স

Written by: Imtiaz Mahmud

আমার কাছে ইউনূস সরকারের উপদেষ্টাদের ফ্যান্টাস্টিক লাগে। তাদের শুরুটা স্লো ছিল কিন্তু এখন সবার পারফমেন্স দুর্দান্ত। তাদের প্রমিসগুলো এখন ভিজিবল। তারা করে দেখিয়েছে। এমন না তারা সব কিছু পারফেক্টলি করছে। ভুল করছে তার থেকে দ্রুত ভুল শুধরে নিয়ে সামনে এগোচ্ছে। সাংবাদিক থেকে শুরু করে সুশীল সবার স্পেসিয়ালি মাসুদ কামালের মুখে ঝামা ঘষে দিল। এই লোকটার নাম উল্লেখ করার কারণ টকশো তে সবচেয়ে বেশই পংটামি মাসুদ কামালই করেছে। মব ট্যাকেলিং, বজার দরে স্বস্তি, মুদ্রাস্ফিতী ঠেকানো, ব্যাংকের পাচারকৃত টাকা দেশে ফেরত আনা, রেমিটেন্স, স্টারলিঙ্ক, বিজনেস সামিট, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার সব কিছুতেই সফল। হ্যা, দশে দশ বলছি না। সবচেয়ে চ্যালেঞ্জিং হলো ডিসইনফরমেশন থকে প্রোপাগান্ডা ঠেকানো, সেখানেও শত ভাগ চেষ্টা করে যাচ্ছে। যারা উপদেষ্টা পদে আছে, তারা তাদের কাজের এক্সিকিউশনে দুর্দান্ত। বুঝতে হবে আমরা আসলে কি জাতি। ১৫০ এর বেশি মব করেছি। এই সরকারকে পুরা দমে নাকানি চুবানি খাওয়াইসি। অনেকেই বলবেন স্বররাষ্ট্র উপদেষ্টা কি করলো কিছুটা ল্যাক তো ছিল অভারকামও করেছে। দিস ইজ নট এ কাপ অফ টি। চাপটা আপানার আমার ধারনার বাইরে। সাথে ছিল আওয়ামীর পাচার করা টাকার পাতানো সন্ত্রাসবাদ। ধর্ষনের প্রত্যেকে জেলে বিচারে একের পর এক মৃত্যুদন্ড। এই সরকার আপনার আমার কাছে দায়বদ্ধ কিন্তু নির্বাচনের পরে দেখবেন তাসের দান উল্টে গেছে। আপনার আশা আকাঙ্ক্ষা শোনার কেউ নেই। তার আভাস আমাকে লিখে আপনাকে বোঝাতে হবে না বরং আপনি টের পেয়েছেন!